বাউফলে করোনা সন্দেহ ৮জন হোম আইসোলেশনে

বাউফলে করোনা সন্দেহ ৮জন হোম আইসোলেশনে

সাইফুল ইসলাম ,বরিশাল লাইভ: বাউফলে করোনা সন্দেহ ৮জন রোগীকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। সেলফ প্রটেকশন থাকায় করোনা সন্দেহ রোগীর স্যাম্পল সংগ্রহ ও চিকিৎসা করনে গত ৩ দিনে মোট ৮টি স্যাম্পল সংগ্রহ হয়েছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, করোনা রোগীর চিকিৎসার জন্য হাসপাতালে ৫টি বেড প্রস্তত করেন। সরকারীভাবে ১২০টি পিপিইসহ মোট ৩৬টি পিপিই‘র মধ্যে ডাক্টার, নার্স ও স্যাম্পল কালেশনে সংশ্লিষ্ট ২জন মেডিকেল টেকনোলজিষ্ট টিম রয়েছে।
 জানাগেছে, সুপ্রীমকোর্টের বিচারপতি এ কে এম জহিরুল হক‘র পক্ষে ১৬টি পিপিই ও ২ডজন সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ফারুক।
 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রশান্ত কুমার জানান, ৮জন রোগীকে তাদের পরিবারের তত্বাবধানে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এখন পর্যন্ত কোন করোনা রোগী সনাক্ত হয়নি। তবে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে সংগ্রহীত বাউফলের এক রোগীর স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।